Wellcome to National Portal
Main Comtent Skiped

সর্বশেষ সংবাদ:সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া  ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা   www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইটে পাওয়া  যাবে। গত ২0শে অক্টোবর ২০২৪ ইং ব্রাক্ষনবাড়িয়া জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার  গ্রহণ করেছেন ডা.মোহাম্মদ নোমান মিয়া। সারাদেশব্যপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এডিস মশা বাহিত ভাইরাসজনিত একটি রোগ।অফিসে/বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস্ এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিন (সম্পূর্ণ তথ্য পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Civil Surgeon Office, Brahmanbaria ভিসিট করুন) # নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে খেজুরের কাঁচা রস পান করবেন না  # কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান চট্টগ্রাম বিভাগে ২য় এবং দেশব্যাপী ৬ষ্ঠ।


Title
Application form for correction of information in the Covid-19 vaccine management system security
Images
Attachments
Publish Date
23/08/2022
Archieve Date
23/08/2023