Wellcome to National Portal
Main Comtent Skiped

সর্বশেষ সংবাদ:সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া  ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা   www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইটে পাওয়া  যাবে। গত ২0শে অক্টোবর ২০২৪ ইং ব্রাক্ষনবাড়িয়া জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার  গ্রহণ করেছেন ডা.মোহাম্মদ নোমান মিয়া। সারাদেশব্যপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এডিস মশা বাহিত ভাইরাসজনিত একটি রোগ।অফিসে/বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস্ এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিন (সম্পূর্ণ তথ্য পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Civil Surgeon Office, Brahmanbaria ভিসিট করুন) # নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে খেজুরের কাঁচা রস পান করবেন না  # কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান চট্টগ্রাম বিভাগে ২য় এবং দেশব্যাপী ৬ষ্ঠ।


সিটিজেন চার্টার

হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার ।

·        বহির্বিভাগ সকাল ৮:০০ টা হতে বিকাল ২:৩০ পর্যমত্ম (সরকারী ছুটির দিন ছাড়া)।

·        জরম্নরী বিভাগ ২৪ঘন্টা খোলা (সরকারী ছুটি এবং অন্যান্য সকল ছুটির দিনেও)।

·        বহির্বিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ  প্রদান।

·        সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ বিনামূল্যে প্রদান,তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

·        ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ।

·        চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে রক্ত, মল-মূত্র, কফ পরীক্ষা এবং এক্স- রে সুবিধা ।

·        ডায়রিয়া রোগীর জন্য ও আর টি কর্ণারসহ ২৪ঘন্টা চিকিৎসা সুবিধা।              

·        বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী  সাধারণ ও মেজর অপারেশন সেবা ।

·        স্বাস্থ্যকর্মীর সরাসরি তত্ত্বাবধানে (ডটস) যক্ষ্মা রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ ।

·        ০-১ বছর বয়সী শিশুদের ডিপথেরিয়া,হুপিংকাশি, ধনুষ্টংকার,হাম,পোলিও, যক্ষ্মা ও হেপাটাইটিস রোগের প্রতিষেধক টিকা।

·        ০-৫ বছর বয়সী শিশুদের আইএমসিআই কর্ণারে আলাদাভাবে চিকিৎসা সেবা।                      

·        নিউমোনিয়া রোগের চিকিৎসা সেবা ।

·        ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের সিডিউল মোতাবেক টিটি ৫ডোজ ধনুষ্টংকারের টিকা।

·        হাসপাতালে আগত রোগী ও রোগীর সঙ্গীদের স্বাস্থ্য,পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান।

·        সক্ষম দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান ও পদ্ধতি নির্বাচনে সহায়তা।

·        বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রেফারকৃত রোগীদের অধিকতর গুরম্নত্ব সহকারে সেবা প্রদান।

·        প্রয়োজনবোধে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা ।

·        ভর্তিযোগ্য নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য  উন্মুক্ত।