সম্মানিত হজযাত্রীগন সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে টিকা প্রদানের পূর্বে মেডিকেল চেক আপের জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলি যে কোন সরকারি অথবা সরকার অনুমোদিত স্বনামধন্য বেসরকারি হাসপাতাল হতে সম্পন্ন করে রিপোর্ট সাথে নিয়ে আসবেন।
উল্লেখ্য যে, বিগত ০৩ (তিন) মাসের মধ্যে সম্পন্ন করা রিপোর্ট গ্রহনযোগ্য।
1) Urine R/M/E,
2) Random Blood Sugar (R.B.S.),
3) X-ray Chest P/A view,
4) ECG,
5) Serum Creatinine,
6) Complete Blood Count (CBC with ESR) &
7) Blood Grouping and Rh Typing
✴️ কোভিড-১৯ টিকার কার্ড/সনদ অবশ্যই সাথে আনতে হবে। ✅
হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে (কপি সংযুক্ত)। হজ যাত্রীগন টিকা প্রদানের সময় ওয়েবসাইট (www.hajj.gov.bd) হতে ডাউনলোডকৃত ছবি ও ট্রাকিং নম্বর সম্বলিত ফরমটির প্রিন্ট কপি সঙ্গে আনবেন। মেডিকেল বোর্ড পরীক্ষার রিপোর্ট সম্বলিত উক্ত ফরমটি পূরণ পূর্বক স্বাক্ষর করতঃ টিকা প্রদানের ব্যবস্থা করবেন। উক্ত ফরমটি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েব সাইটে (www.hajj.gov.bd) স্ব-স্ব টিকা কেন্দ্র হতে আপলোড করা হবে।
নিম্নে ছবি ও ট্রাকিং নম্বর সম্বলিত ফরমটির প্রিন্ট কপির নমূনা দেয়া হল। এই ফর্মটি www.hajj.gov.bd এই ওয়েবসাইট থেকে নিজ নিজ ট্র্যাকিং নাম্বার প্রদান করে প্রিন্ট কপিটি ডাউনলোড করে মেডিকেল সেন্টারে নিয়ে আসবেন। (কিভাবে ডাউনলোড করবেন নিচে কমেন্টবক্স এ দেয়া হল)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস