Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বশেষ সংবাদ:সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া  ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা   www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইটে পাওয়া  যাবে। গত ২0শে অক্টোবর ২০২৪ ইং ব্রাক্ষনবাড়িয়া জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার  গ্রহণ করেছেন ডা.মোহাম্মদ নোমান মিয়া। সারাদেশব্যপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এডিস মশা বাহিত ভাইরাসজনিত একটি রোগ।অফিসে/বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস্ এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিন (সম্পূর্ণ তথ্য পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Civil Surgeon Office, Brahmanbaria ভিসিট করুন) # নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে খেজুরের কাঁচা রস পান করবেন না  # কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান চট্টগ্রাম বিভাগে ২য় এবং দেশব্যাপী ৬ষ্ঠ।


শিরোনাম
সম্মানিত হজ যাত্রীদের টিকাদান সম্পর্কিত নোটিশ ২০২৩
বিস্তারিত

সম্মানিত হজযাত্রীগন সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে টিকা প্রদানের পূর্বে মেডিকেল চেক আপের জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলি যে কোন সরকারি অথবা সরকার অনুমোদিত স্বনামধন্য বেসরকারি হাসপাতাল হতে সম্পন্ন করে রিপোর্ট সাথে নিয়ে আসবেন। 

উল্লেখ্য যে, বিগত ০৩ (তিন) মাসের মধ্যে সম্পন্ন করা রিপোর্ট গ্রহনযোগ্য।

1) Urine R/M/E,

2) Random Blood Sugar (R.B.S.),

3) X-ray Chest P/A view,

4) ECG,

5) Serum Creatinine,

6) Complete Blood Count (CBC with ESR) &

7) Blood Grouping and Rh Typing

✴️ কোভিড-১৯ টিকার কার্ড/সনদ অবশ্যই সাথে আনতে হবে। ✅

হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে (কপি সংযুক্ত)। হজ যাত্রীগন টিকা প্রদানের সময় ওয়েবসাইট (www.hajj.gov.bd) হতে ডাউনলোডকৃত ছবি ও ট্রাকিং নম্বর সম্বলিত ফরমটির প্রিন্ট কপি সঙ্গে আনবেন। মেডিকেল বোর্ড পরীক্ষার রিপোর্ট সম্বলিত উক্ত ফরমটি পূরণ পূর্বক স্বাক্ষর করতঃ টিকা প্রদানের ব্যবস্থা করবেন। উক্ত ফরমটি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েব সাইটে (www.hajj.gov.bd) স্ব-স্ব টিকা কেন্দ্র হতে আপলোড করা হবে।

 নিম্নে ছবি ও ট্রাকিং নম্বর সম্বলিত ফরমটির প্রিন্ট কপির নমূনা দেয়া হল। এই ফর্মটি www.hajj.gov.bd এই ওয়েবসাইট থেকে নিজ নিজ ট্র‍্যাকিং নাম্বার প্রদান করে প্রিন্ট কপিটি ডাউনলোড করে মেডিকেল সেন্টারে নিয়ে আসবেন। (কিভাবে ডাউনলোড করবেন নিচে কমেন্টবক্স এ দেয়া হল)

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
03/05/2023
আর্কাইভ তারিখ
01/07/2023