ভিশন ও মিশন
|
|
---|---|
ভিশন |
মিশন |
১/ ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়ন্ত্রণাধীন উপজেলাগুলোর প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া । |
১/ নিয়ন্ত্রণাধীন ২৫৪ টি কমিউনিটি ক্লিনিক এ কার্যক্রম পরিদর্শন এ চেকলিস্ট প্রণয়ন করা হয়েছে ও নতুন আরও কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ চলমান আছে। |
২/ গর্ভবতী মায়েদের অধিকার প্রতিষ্ঠা নরমাল ডেলিভারি ৯০% এ বৃদ্ধি করা এবং সিজারিয়ান ডেলিভারি ১০% এ নামিয়ে আনা ও NVD / Caesarean Section এর ৫০ শতাংশ সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাস্তবায়ন। |
২/ ANC ভিজিট এর তথ্য যথাযথ সংরক্ষণ ও মিডওয়াইফদের মাধ্যমে ফলোয়াপ জোরদার করণে মোবাইল ফোন ক্রয় ও বিতরণ করা হয়েছে , সরকারীভাবে নরমাল ডেলিভারী ও সিজারিয়ান সেকশন এর সংখ্যা বৃদ্ধিতে UNFPA এর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে । |
৩/ সহজতর ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা |
৩/ মেডিকেল ফিটনেস সনদ প্রদানে যথাযথ নিরদেশিকাসহ চেকলিস্ট প্রণয়ন করে তা ওয়েব পোর্টাল , সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার মাধ্যমে নাগরিক সুবিধাপ্রাপ্তি সহজতর ও দুর্নীতিমুক্ত করা হয়েছে |
৪/ সঠিক রেফারেল সিস্টেম চালু করা । |
৪/ জাতীয় গাইডলাইন ও প্রোটোকল অনুসারে রেফারেল ফর্ম তৈরির মাধ্যমে সঠিক রেফারেল সিস্টেম নিশ্চিত করতে নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা প্রেরণ করা হয়েছে । |
৫/উপজেলা হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যা উন্নীতকরণ করন প্রকল্পের সাথে সিসিইউ এবং আইসিইউ প্রতিষ্ঠা করা। |
৫/ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরন, এছাড়া উপজেলা হাসপাতাল গুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে । ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো ও জনবল উন্নয়নে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ১০০ শয্যার উন্নীতকরণ চলমান। |
৬/জাতি-ধর্ম-গোত্র-শ্রেণি-লিঙ্গ-প্রতিবন্ধী-ভৌগলিক অবস্থান নির্বিশেষে দেশের সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। |
৬/ব্রাহ্মণবাড়িয়া জেলার সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণ, সমতা ও ন্যায়ের ভিত্তিতে সেবা গ্রাহক কেন্দ্রিক স্বাস্থ্য সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিতকরণ ও বিস্তৃতকরণ, মান উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের প্রাধিকার পূর্ন বন্টন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, স্বাস্থ্যের সামগ্রিক ব্যবস্থাপনায় পরিবার কল্যাণ কার্যক্রম ও পুষ্টি কার্যক্রমকে সমন্বয়সাধন। |
৭/ কর্মকর্তা -কর্মচারীদের আবাসন সুবিধার ব্যবস্থা করা । |
৭/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কোয়ার্টার নির্মান এর কাজ সম্পন্ন । |
৮/ কর্মকর্তা -কর্মচারীদের অফিসে আগমন-প্রস্থান-ছুটির ডিজিটাল মনিটরিং নিশ্চিত করা । |
৮/ নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে |
৯/ স্বাস্থ্য সেবাকে ডিজিটালাইজেশন করা। |
৯/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এ মোডেম/ইন্টারনেট সিম সহ ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব সরবরাহ ও তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের লক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে । সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে সকল তথ্য ওয়েব বেইজ সফটওয়ার এ প্রেরন ও সংরক্ষণ করা হচ্ছে । মাঠ পর্যায় থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারীর অনলাইন ভিত্তিক মানব সম্পদ ডাটাবেজ (HRM) প্রস্তুত নিশ্চিত করা হচ্ছে |
১০/ শতভাগ জনগোষ্ঠীকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা |
১০/ উপজেলা পর্যায়ে রুবেলা ও পিসিভি ভ্যাকসিন চালুকরন এর প্রক্রিয়া চলমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শতভাগ নাগরিককে কোভিড -১৯ এর ভ্যাক্সিনেশন বাস্তবায়নে জাতীয় ক্যাম্পেইন পরিচালনার যথাযথ মনিটরিং করা হচ্ছে । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস