Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বশেষ সংবাদ:সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া  ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা   www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইটে পাওয়া  যাবে। গত ২0শে অক্টোবর ২০২৪ ইং ব্রাক্ষনবাড়িয়া জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার  গ্রহণ করেছেন ডা.মোহাম্মদ নোমান মিয়া। সারাদেশব্যপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এডিস মশা বাহিত ভাইরাসজনিত একটি রোগ।অফিসে/বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস্ এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিন (সম্পূর্ণ তথ্য পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Civil Surgeon Office, Brahmanbaria ভিসিট করুন) # নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে খেজুরের কাঁচা রস পান করবেন না  # কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান চট্টগ্রাম বিভাগে ২য় এবং দেশব্যাপী ৬ষ্ঠ।


অর্জনসমূহ

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান আর্জনসমূ্হঃ

  • ইপিআই কভারেজ হার (এমআর ৯৭% উন্নীতকরন)।
  • যক্ষা সনাক্তকরণ হার ৭২% উন্নীতকরন।
  • বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের অধীন সকল জন বলের অনলাইন ডাটাবেইজ তৈরীকরণে সহায়তা করা।
  • মনিটরিং রিপোর্ট বাস্তবায়ন করা।
  • চিকিৎসক ও স্বাস্থ্য সেবা প্রদানকারী সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং সেবার মানবৃদ্ধি।
  • কেন্দ্রীয় মানবসম্পদ ইনফরমেসন সিস্টেম।
  • প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমতা ভিত্তিক গুণগত সেবার মানবৃদ্ধি।
  • সংক্রামণ ও অসংক্রামণ রোগ  প্রতিরোধ ও নিয়ন্ত্রনে প্রবোজনীব পদক্ষেপ গ্রহণ।
  • নবজাতক ও ০৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার হ্রাস।
  • মাতৃ মৃত্যুর হার হ্রাসকরণসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা জোরদারকরণ।
  • স্বাস্থ্য সেবা  ও স্বাস্থ্য বিধির মান  উন্নয়নে স্বাস্থ্য শিক্ষার ডিজিটাল মাল্টিমনিটর উদ্ভাবনমূলক প্রযুক্তি ব্যবহার।
  • কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণ , নমুনা সংগ্রহ, চিকিৎসা সেবা প্রদান, ও টিকা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।