শিরোনাম
৪র্থ ডোজ/২য় বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন
বিস্তারিত
কোভিড-১৯ মহামারীর বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা পূর্বক সরকার দেশের জনগণকে ২য় বুস্টার/ ৪র্থ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নিম্নোক্ত নির্দেশনা অনুসারে ২০ ডিসেম্বর ২০২২ হতে দেশব্যাপী ২য় বুস্টার/ ৪র্থ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে।
নির্দেশনাসমূহ-
১।
২য় বুস্টার/ ৪র্থ ডোজ হিসেবে প্রদেয় ভ্যাকসিনঃ ফাইজার (এমআরএনএ)।
২। ৩য় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন নিম্নলিখিত ব্যক্তিগণকে ২য় বুস্টার/ ৪র্থ ডোজ প্রদান করা যাবে
ক) ৬০ বছর এবং তদুধ বয়সী জনগোষ্ঠী,
খ) দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদ্ধ্য বয়সী জনগোষ্ঠী,
গ) স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী (Immunocompromised).
ঘ) গর্ভবর্তী মহিলা এবং দুগ্ধদানকারী মা এবং
ঙ) সম্মুখসারির যোদ্ধা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা কর্মচারী অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারী; বীর মুক্তিযোদ্ধা ও বীরঞ্জনা সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; সামরিক বাহিনী: বেসামরিক বিমান; রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখসারির গনমাধ্যমকর্মী: নির্বাচিত জনপ্রতিনিধি; সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী; ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের); মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি; জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিস এর সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী; রেল স্টেশন, বিমান বন্দর, স্থল বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী; জেলা ও উপজেলাসমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী; ব্যাংক কর্মকর্তা কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র-ছাত্রী।
৩। দেশব্যাপী সিটি কর্পোরেশন/ জেলা/ উপজেলা/ পৌরসভা পর্যায়ে অবস্থিত সকল স্থায়ী কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারে (সরকারি বিশেষায়িত হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ৫০০/২৫০/১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি) চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে।