Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বশেষ সংবাদ:সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া  ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা   www.cs.brahmanbaria.gov.bd ওয়েবসাইটে পাওয়া  যাবে। গত ২0শে অক্টোবর ২০২৪ ইং ব্রাক্ষনবাড়িয়া জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার  গ্রহণ করেছেন ডা.মোহাম্মদ নোমান মিয়া। সারাদেশব্যপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এডিস মশা বাহিত ভাইরাসজনিত একটি রোগ।অফিসে/বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস্ এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিন (সম্পূর্ণ তথ্য পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Civil Surgeon Office, Brahmanbaria ভিসিট করুন) # নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে খেজুরের কাঁচা রস পান করবেন না  # কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান চট্টগ্রাম বিভাগে ২য় এবং দেশব্যাপী ৬ষ্ঠ।


শিরোনাম
৪র্থ ডোজ/২য় বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন
বিস্তারিত
কোভিড-১৯ মহামারীর বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা পূর্বক সরকার দেশের জনগণকে ২য় বুস্টার/ ৪র্থ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নিম্নোক্ত নির্দেশনা অনুসারে ২০ ডিসেম্বর ২০২২ হতে দেশব্যাপী ২য় বুস্টার/ ৪র্থ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে।
নির্দেশনাসমূহ-
১। ২য় বুস্টার/ ৪র্থ ডোজ হিসেবে প্রদেয় ভ্যাকসিনঃ ফাইজার (এমআরএনএ)।
২। ৩য় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন নিম্নলিখিত ব্যক্তিগণকে ২য় বুস্টার/ ৪র্থ ডোজ প্রদান করা যাবে
ক) ৬০ বছর এবং তদুধ বয়সী জনগোষ্ঠী,
খ) দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদ্‌ধ্য বয়সী জনগোষ্ঠী,
গ) স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী (Immunocompromised). 
ঘ) গর্ভবর্তী মহিলা এবং দুগ্ধদানকারী মা এবং
ঙ) সম্মুখসারির যোদ্ধা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা কর্মচারী অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারী; বীর মুক্তিযোদ্ধা ও বীরঞ্জনা সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; সামরিক বাহিনী: বেসামরিক বিমান; রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখসারির গনমাধ্যমকর্মী: নির্বাচিত জনপ্রতিনিধি; সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী; ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের); মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি; জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিস এর সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী; রেল স্টেশন, বিমান বন্দর, স্থল বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী; জেলা ও উপজেলাসমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী; ব্যাংক কর্মকর্তা কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র-ছাত্রী। 
৩। দেশব্যাপী সিটি কর্পোরেশন/ জেলা/ উপজেলা/ পৌরসভা পর্যায়ে অবস্থিত সকল স্থায়ী কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারে (সরকারি বিশেষায়িত হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ৫০০/২৫০/১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি) চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
27/12/2022
আর্কাইভ তারিখ
20/12/2023